নিজস্ব প্রতিবেদক
১৭ জুন ২০২৫, ১২:৩৮ পিএম
সরকারি চাকরি থেকে যেকোনো সময় চাকরিচ্যুত হওয়ার শঙ্কায় আতঙ্কে রয়েছেন দেশের বহু সরকারি কর্মচারী। এই শঙ্কা থেকেই ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টার পর থেকে সচিবালয়ে কর্মরত সরকারি কর্মচারীরা গণজমায়েত হয়ে বিক্ষোভ করেন। ঈদের ছুটির পর গতকাল সোমবারও (১৬ জুন) দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনরত কর্মচারীরা বলছেন, নতুন এই অধ্যাদেশ সরকারি চাকরিজীবীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, এতে বলা হয়েছে—চার ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে।
এই বিধানকে কর্মচারীরা ‘নিবর্তনমূলক’ এবং ‘কালো আইন’ বলে আখ্যা দিয়েছেন। তারা বলছেন, এতে চাকরির নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হবে। কর্মকর্তারা যেকোনো সময় কর্মচারীদের চাকরি থেকে অব্যাহতি দিতে পারবেন, যা অন্যায়।
জানা গেছে, গত ২২ মে উপদেষ্টা পরিষদের এক সভায় অধ্যাদেশের খসড়া অনুমোদন পায়। এরপর ২৫ মে সেটি জারি করা হয়।
এর প্রতিবাদে কর্মচারীরা ২৪ মে থেকেই আন্দোলনে নেমেছেন। ধারাবাহিকভাবে তারা সচিবালয়ে বিক্ষোভ, মিছিল, কর্মবিরতি, এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। পাশাপাশি, বেশ কয়েকজন উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছেন।
এদিকে আন্দোলনের কারণে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
এইউ