images

জাতীয়

সাইফুজ্জামানের পাচার করা অর্থ ফেরত আনা হবে: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন ২০২৫, ০৪:৪৯ পিএম

যুক্তরাজ্য সরকারের জব্দ করা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পাচারকৃত প্রায় এক হাজার ২৫ কোটি টাকার সম্পদ ফেরত আনা হবে। এক্ষেত্রে সহায়তা করছে যুক্তরাজ্য সরকার। দেশটিতে সফর শেষে সোমবার (১৬ জুন) দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ মোমেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

দুদক চেয়ারম্যান বলেন, সাবেক ভূমি মন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট আদনানের পাচারকৃত সম্পদ উদ্ধারে যুক্তরাজ্যে কাগজপত্র পাঠানো হবে। পাচারের টাকা ফেরত আনা সহজ নয়, তবে আমরা যেগুলো প্রমাণ করতে পারব; তা ফেরত আনতে পারব বলে আশাবাদী।

তিনি আরও বলেন, আমাদের দেশের আদালতের নথি সে দেশে উপস্থাপন করে প্রমাণ করতে পারলে অর্থ ফেরত আনা সম্ভব হবে। এ বিষয়টি নিয়ে দুদক কাজ শুরু করেছে।

এমআই/এফএ