images

জাতীয়

যমুনা সেতুতে এক দিনে তিন কোটি ২৮ লাখ টাকা টোল আদায়

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন ২০২৫, ১১:৩৯ এএম

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হওয়ায় রাজধানীতে ফিরেছে অফিসগামী মানুষ। এতে দেশের অন্যতম বড় সেতু যমুনা সেতুতে কিছুটা কমেছে টোল আদায়ের পরিমাণ।

জানা গেছে, শনিবার (১৪ জুন) ২৪ ঘণ্টায় যেখানে টোল আদায় হয় ৩ কোটি ৪৮ লাখ। তা এক দিনের ব্যবধানে রোববার নেমে এসেছে ৩ কোটি ২৮ লাখে। যা টাকা ২০ লাখ কম।

যমুনা সেতু কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে যমুনা সেতু দিয়ে। আর এতে টোল আদায় হয়েছে মোট ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৪ জুন) রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৯ হাজার ১৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। অপরদিকে ঢাকাগামী ২২ হাজার ৮০০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।

এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপার হচ্ছে।

এদিকে ঈদের ১০ দিন পর সোমবারও (১৬ জুন) ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে রাজধানী ঢাকায় যাচ্ছে মানুষ। তবে আজ কোথাও যানজটের সৃষ্টি হয়নি। গত দুদিন যমুনা সেতুর দুই পাশেই যানজট ও ধীরগতির কারণে ভোগান্তিতে পড়তে ঢাকামুখী মানুষকে।

উল্লেখ্য, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেলের জন্য পারাপার হচ্ছে।

এসএইচ