images

জাতীয়

বিএনপি নেতার ছেলে সাবেক এমপি নাসেরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন ২০২৫, ১০:১৯ পিএম

বিএনপি সরকারের সাবেক অর্থমন্ত্রী (প্রয়াত) সাইফুর রহমানের ছেলে সাবেক এমপি নাসের রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৫ জুন) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বলেন, বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। এই অনুসন্ধান প্রক্রিয়ার অংশ হিসেবে তার সম্পদ জব্দ এবং ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলেও নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক।

এদিকে, মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ কর্মসূচিতে বাংলাদেশিরা বিনিয়োগ করছেন। দুদক মালয়েশিয়াগামী বিপুলসংখ্যক বাংলাদেশির তথ্য যাচাই করেছে। অর্থ পাচারের অনুসন্ধানের পাশাপাশি তাদের সম্পদের হিসাব নিয়েও অনুসন্ধান করা হচ্ছে।

মালয়েশিয়ার সেকেন্ড হোম কর্মসূচিতে বিনিয়োগকারী অনেক ব্যক্তির নাম দুদকের কাছে রয়েছে। মালয়েশিয়া সরকারের কাছ থেকে অর্থ পাচারের তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে। এর মধ্যে নাম রয়েছে সাবেক অর্থমন্ত্রী (প্রয়াত) এম সাইফুর রহমানের বড় ছেলে ও সাবেক এমপি নাসের রহমানের।

এমআই/এফএ