জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ জুন ২০২৫, ০৫:৪৩ পিএম
রাজধানীর নিউ মার্কেট থানার পাশে থাকা কর্মজীবী মহিলা হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ জুন) দুপুর ১টার নীলক্ষেত মহিলা কর্মজীবী হোস্টেলে পুরাতন বিল্ডিং ৩০৭ নম্বর কক্ষ থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শান্তা বরিশাল সদরের পলাশপুর এলাকার জাহাঙ্গীর হোসেন খন্দকারের মেয়ে। তিনি ব্যাংক কর্মকর্তা ছিলেন।
এসব বিষয় নিশ্চিত করেছেন ডিএমপির নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ।
তিনি জানান, পুলিশ তথ্য পেয়ে হোস্টেলের নারী বাসিন্দাদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এমআইকে/এএইচ