images

জাতীয়

লালবাগে অটোরিকশা চালক হত্যাকাণ্ডে ‘ভাতু সোহাগ’ গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ জুন ২০২৫, ০১:৩৯ পিএম

নববর্ষের রাতে রাজধানীর লালবাগে এক অটোরিকশা চালককে নৃশংসভাবে হত্যার ঘটনায় ‘ভাতু সোহাগ’ নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। তিনি এলাকায় পিচ্চি মনির গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

শনিবার (১৪ জুন) রাতে লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের আশপাশে অভিযান চালিয়ে র‍্যাব-১০ তাকে আটক করে।

রোববার (১৫ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।

র‍্যাব জানায়, নিহত অটোরিকশা চালক মাহবুব আলম (৩২) গত ১ জানুয়ারি থার্টিফার্স্ট নাইট উপলক্ষে রাত সাড়ে ১২টার দিকে বাসা থেকে বের হন। এরপর পূর্ব শত্রুতার জেরে পিচ্চি মনির গ্যাংয়ের কয়েকজন সদস্য পূর্বপরিকল্পিতভাবে তাকে টার্গেট করে। জেএন সাহা রোড এলাকায় তাকে ধরে ফেলে। এরপর ‘ভাতু সোহাগ’ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র, চাপাতি ও চুরির সাহায্যে মাহবুবের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। আঘাতে মাহবুবের হাত, পা ও মাথায় গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি।

হত্যাকাণ্ডের পর নিহত মাহবুব আলমের স্ত্রী আমেনা বেগম লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গ্রেফতার হওয়া ভাতু সোহাগের বাড়ি লালবাগের কেল্লার মোড়ে। তিনি গিয়াস উদ্দিনের ছেলে। সোহাগকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য লালবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১০ জানায়, ভাতু সোহাগ এলাকার কুখ্যাত গ্যাং সদস্য। তার বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। হত্যার দিনও সে সরাসরি হামলায় অংশ নেয়। এছাড়া এই হত্যাকাণ্ডে অন্য অভিযুক্তদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এমআইকে/এইউ