images

জাতীয়

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ঢাকা মেইল ডেস্ক

০১ জুন ২০২৫, ০৪:৩০ পিএম

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ জুন) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পল্লী ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম খান নাসিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব  মো. কামরুল জামান।

অথিতিরা তাদের বক্তব্যে, জিয়াউর রহমানের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি তার আদর্শ লালন করে পথ চলার আহ্বান জানান। একইসঙ্গে আগামীতে রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একত্রে কাজ করার ওপর তাগিদ দেন।  

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন শ্রমিক দলের নির্বাহী সদস্য ও টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক এবং বিআরডিবি কর্মচারী সমিতির সভাপতি একেএম মনিরুল ইসলাম। এছাড়াও বিআরডিবির সাধারণ সম্পাদক মো: শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিলে নেতৃবৃন্দরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া তার লক্ষ্য ও আদর্শ রক্ষার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে মাদ্রাসা শিক্ষার্থী ও উপস্থিত সবার মাঝে খাবার পরিবেশন করা হয়।