images

জাতীয়

নতুন ভোটারের তথ্য ‌‘আপলোডিং’ সমস্যার সমাধান মাঠেই করার নির্দেশ ইসির

নিজস্ব প্রতিবেদক

০১ জুন ২০২৫, ০১:৫০ পিএম

যে-সকল নতুন ভোটারের স্ট্যাটাসে ‘আপলোডিং’ রয়েছে তাদের সমস্যা সমাধানে নির্বাচন কমিশনে পত্র প্রেরণ না করে মাঠ পর্যায়ে সমাধান করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আরিফুল ইসলামের মাঠ পর্যায়ে পাঠানো এ সংক্রান্ত নির্দেশনা বিষয়টি জানা যায়।

নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা/ থানা নির্বাচন অফিসারের ইউজার আইডি দিয়ে সিএমএস এ লগ-ইন করে অনলাইন আবেদন যেতে হবে তারপর প্রভিশনাল ভোটারে এ ক্লিক করে যে সকল নতুন ভোটার/ বায়ো-আপডেট  ডাটার স্ট্যাটাস আপলোডিং পাওয়া যাচ্ছে সে সকল ভোটারদের ডাটা পুনরায় বায়োমেট্রিক ক্যাপচার করে উপজেলা/ থানা নির্বাচন অফিস হতে আপলোড করতে হবে। এক্ষেত্রে ব্যাক আপে সংরক্ষিত ডাটা হতে Cl admin user  ব্যবহার করে স্ট্যাটাস পরিবর্তন করে নিতে হবে প্রয়োজনীয় ম্যানডেটরি ডকুমেন্ট/ বায়োমেট্রিক (যেমন ফরম ২ এর ২ পৃষ্ঠা, ছবি, স্বাক্ষর ইত্যাদি) সংযুক্ত হয়েছে কিনা। করা না হয়ে থাকলে ডকুমেন্টগুলি অ্যাটাচ করে এরপর আপলোড করতে হবে। যদি ব্যাক আপে ডাটা না থাকে তাহলে প্রয়োজনে নতুনভাবে ফরম-২ ফিলাপ করে ভোটারের বায়োমেট্রিক নিয়ে আপলোড করতে হবে। পূর্বের ফরম বাতিল হবে।

এতে আরও বলা হয়েছে, এছাড়াও যাদের ফিঙ্গার নেই/ ফিঙ্গারপ্রিন্ট নেই তাদের ক্ষেত্রে No Finger Print/ No Finger করে ডাটা সেভ করে আপলোড করতে হবে। নয়ত এসকল ডাটা Uploading স্ট্যাটাসে যাবে, কোন দিন সমাধান হবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে,যে সকল নতুন ভোটার/ বায়ো আপডেট  ডাটার স্ট্যাটাস আপলোডিং দেখাচ্ছে সে সকল ডাটার সমস্যা উপজেলা/ থানা নির্বাচন অফিস হতেই করতে হবে। এনআইডি উইং হতে সমাধানের কোনো সুযোগ নেই। এ বিষয়ে কোন পত্র জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে না পাঠিয়ে উপজেলা / থানা নির্বাচন অফিস হতেই সমাধান করার জন্য সকল রেজিস্ট্রেশন অফিসার বলা হলো।

এমএইচএইচ/এএস