নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৫, ০৭:৪৬ এএম
ঈদ শেষে ফিরতি যাত্রাকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ে আজ বিক্রি করছে আগামী ১১ জুনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। রোববার (১ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি। পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।
এবারও যাত্রীদের ভোগান্তি কমাতে রেলওয়ে শতভাগ আসন অনলাইনে বিক্রির ব্যবস্থা করেছে। টিকিট সংগ্রহ করা যাবে রেলওয়ের অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে।
রেলওয়ে সূত্র জানায়, ঈদের পরে সাত দিনের ট্রেন যাত্রার জন্য বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। এই সময়ের টিকিট একবার কিনে ফেরত দেওয়া যাবে না।
একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট নিলে সহযাত্রীদের নাম টিকিট কাটার সময়ই যুক্ত করতে হবে।
এরইমধ্যে ৯ জুনের টিকিট ৩০ মে, ১০ জুনের টিকিট ৩১ মে বিক্রি হয়েছে। আজ ১১ জুনের টিকিট, আগামীকাল ১২ জুনের টিকিট (২ জুন), এরপর ১৩, ১৪ ও ১৫ জুনের টিকিট যথাক্রমে ৩, ৪ ও ৫ জুন বিক্রি হবে।
ঈদের আগের মতো এবার ফিরতি পথেও টিকিট সংগ্রহে যাত্রীদের আগেভাগেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
এইউ