নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২৫, ১০:৫৩ পিএম
‘তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাকমুক্ত বাংলাদেশ গড়ি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডব্লিউসিএসবিডি’র আয়োজনে রাজধানীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
শনিবার (৩১ মে) সকাল ৯টায় এ উপলক্ষে ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
এসময় তামাকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে সংগঠনটি।
র্যালিটি উদ্বোধন করেন সাবেক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা প্রফেসর ড. সুকমল বড়ুয়া। র্যালির সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মাগরুব মোর্শেদ, ক্যানসার এপিডেমিওলজিস্ট এবং প্রিভেন্টিভ অনকোলজিস্ট প্রফেসর ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহেদ মনতাজ, হিউম্যান রাইটসের চেয়ারম্যান শেয়েলী চেয়ারম্যান।
এছাড়া ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সমাজকর্মী, বাংলাদেশ স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন পেশাজীবির মানুষ এতে অংশগ্রহণ করেন।
র্যালি ও আলোচনা সভায় বক্তারা তামাক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণ ও ভবিষ্যত প্রজন্মের জন্য তামাক মুক্ত বাংলাদেশ তৈরির জন্য শক্তিশালী পদক্ষেপের কথা বলেন।
এএইচ