জ্যেষ্ঠ প্রতিবেদক
৩১ মে ২০২৫, ০৯:১৩ পিএম
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারি জনি-রবিন গ্রুপের দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলেন— নাসির খান জনি (২৫) ও রিপন মিয়া (২৪)।
শনিবার (৩১ মে) মোহাম্মদপুরের জহুরি মহল্লা, বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম।
সিটিটিসি সূত্র জানায়, শনিবার রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লা, বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে মো. নাসির খান জনি এবং মো. রিপন মিয়াকে গ্রেফতার করে। তারা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। একইসঙ্গে তারা কিশোর গ্যাং পরিচালনা এবং ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।
সিটিটিসি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত মো. নাসির খান জনি মোহাম্মদপুর ও আদাবর থানার একাধিক মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমআইকে/এমএইচটি