images

জাতীয়

রাজধানীতে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩১ মে ২০২৫, ০১:৩৯ পিএম

রাজধানীর বাবু বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। তারা পেশাদার ছিনতাইকারী বলে জানিয়েছে বাহিনীটি। 

গ্রেফতারকৃতরা হলেন- আকিব হোসেন আলতাফ (২০), আল আমিন (২৫) ও মিলন (২৩)।

শুক্রবার (৩০ মে) রাতে বাবু বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোতয়ালি থানা সূত্র জানায়, শুক্রবার রাতে বাবু বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে একত্রিত হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আকিব, আল আমিন ও মিলনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে তিনটি ধারালো চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকেই ছিনতাইকারী দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে কোতয়ালীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এমআইকে/ইএ