নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২৫, ০৭:৪৩ এএম
পবিত্র ঈদুল আজহার আর সপ্তাহখানেক বাকি। ঈদকে কেন্দ্র করে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৯টি অস্থায়ী পশুর হাট বসছে। এর মধ্যে অন্যতম তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠের অস্থায়ী হাট। গতকাল শুক্রবার (৩১ মে) থেকে এই হাট শুরু হয়েছে। যদিও এখনো শুরু হয়নি বেচাকেনা। এই হাট চলবে ঈদের আগের দিন পর্যন্ত।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে হাটে আসছেন খামারি ও ফড়িয়ারা। হাটের প্রথম দিনে ক্রেতা সমাগম তেমন ছিল না। হাটও তেমনভাবে জমে ওঠেনি। হাট প্রাঙ্গণের অধিকাংশ এলাকা ছিল ফাঁকা। কয়েকটি সারিতে ছিল পশু। সে পশুর যত্ন-আত্তিতেই ব্যস্ত সময় পারছেন খামারি ও ফড়িয়ারা। আশা করছেন আগামী দুই এক দিনের মধ্যেই বেচাবিক্রি জমে উঠবে।
সিরাজগঞ্জ থেকে হাটে গরু নিয়ে এসেছেন আব্দুল মালেক। তিনি ঢাকা মেইলকে বলেন, আমরা সিরাজগঞ্জ থেকে ৭-৮ ট্রাক মাল নিয়ে বেশ কয়েকজন এসেছি। এরমধ্যে আমার বাড়ির পোষা তিনটি গরু আছে। একেটার ওজন তিন মণ করে হবে। আমি দেড় লক্ষ টাকা হলে গরু ছেড়ে দেব।

আরেক খামারি মাজেদ আলী ঢাকা মেইলকে বলেন, হাট তো আজ কেবল বসল। ক্রেতা তেমন নেই। কিছু ফড়িয়া আছে। ওরাই দাম-দর করছে। আসল ক্রেতা এখনো আসেনি। এবার প্রতিমণ ৩৫ থেকে ৪০ হাজার টাকা ধরে গরু বিক্রি হবে। কারণ হাটে গরু কম।
এদিকে, পুরো হাট ঘুরে হাতে গোনা কয়েকজন ক্রেতা দেখতে পাওয়া যায়। আশরাফুল নামের এক ক্রেতা ঢাকা মেইলকে বলেন, গরু আমার মহাজনের জন্য কেনা লাগবে। তাই হাট ঘুরতে আসলাম। হাটের আবহটা বোঝার জন্য আসা। এখনো তো হাটে তেমন পশু আসেনি। জমজমাট হতে হয়তো আরও দু,তিন দিন সময় লাগতে পারে।
এই হাটের ইজারাদার মোহাম্মদ মনিরুজ্জামান মনির জানান, আমরা এখনই মধ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছি। সরকারের নির্দেশনা অনুযায়ী খামারিদেরও পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করছি খুবই শিগগির হাটের কেনাবেচা জমে উঠবে।
এমআই/জেবি