জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ মে ২০২৫, ০৬:১২ পিএম
রাজধানীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৩৯টি মোবাইল ফোনসেট উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ফোনগুলো প্রকৃত মালিকরা বুঝে পেয়ে খুশিতে আপ্লুত হয়ে পড়েন।
ধারাবাহিক অভিযানে শুক্রবার ফোনগুলো উদ্ধার করে পল্টন থানা পুলিশ। পরে সেগুলো শনিবার (২৪ মে) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে মালিকদের বুঝিয়ে দেন মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী।
তিনি জানান, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। ভুক্তভোগীরা থানায় জিডি করায় সেগুলো তদন্ত শুরু করে পুলিশ। দ্রুত সময়ে তদন্ত করে ৩৯টি ফোন উদ্ধার সম্ভব হয়েছে। হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।
উদ্ধারকৃত ৩৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত কয়েক মাসে বিভিন্ন সময়ে পল্টন মডেল থানা পুলিশের মাধ্যমে ২৩০টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে থানা সূত্র।
এদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা। তারা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রিয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে অনেকে এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।
এমআইকে/জেবি