জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ মে ২০২৫, ০৮:১০ পিএম
কক্সবাজার থেকে মরিচের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা আনা হয়েছিল ঢাকায়। কিন্তু বাধ সেধেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আগাম খবর পেয়ে অভিযান চালিয়ে এক রোহিঙ্গাসহ সেই ইয়াবার চালান জব্দ করেছেন গোয়েন্দারা।
শনিবার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভার অংশে সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।
আটক মাদক কারবারির নাম আকবর। তিনি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে বাস করেন।
আকবরের কাছ থেকে ৩৮টি মরিচের ভেতর ইয়াবা পাওয়া গেছে। প্রতিটি মরিচে ৪০ থেকে ৬০টি ইয়াবা ছিল। মরিচসহ ইয়াবার ওজন ২৩০ গ্রাম।
এসব বিষয় নিশ্চিত করেছেন ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।
তিনি জানান, ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় আনা হয়েছিল। গোপন খবরের ভিত্তিতে সেগুলো জব্দ করা হয়েছে। সঙ্গে এক রোহিঙ্গা মাদক কারবারিকেও আটক করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
এমআইকে/এএইচ