নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৫, ১০:২৩ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা মো. জসীম উদ্দিনকে অপসারণ করা হচ্ছে না জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘তিনি (জসীম উদ্দিন) নিজেই তার দায়িত্ব থেকে সরে যেতে চান।’
বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, ‘তিনি (জসীম) বিভিন্ন কারণে এই দায়িত্ব ছেড়ে দিতে চান। তবে তিনি সরকারি চাকরিতে থাকছেন। তার দায়িত্ব পরিবর্তন হবে। অপসারণের কোনো বিষয় নেই।’
উপদেষ্টা জানান, ‘আগামী কয়েক দিনের মধ্যে তিনি (জসীম) তার বর্তমান পদ ছেড়ে দিতে পারেন। তার নিজের অনুরোধেই এ দায়িত্ব পরিবর্তন করা হচ্ছে।’
নতুন পররাষ্ট্র সচিবের নিয়োগ সম্পর্কিত প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘কয়েক দিনের মধ্যেই জানতে পারবেন।’
গত এপ্রিলে সরকার জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
সুফিউরের পদমর্যাদার বিষয়ক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তিনি এখনো যোগদান করেননি। তিনি যখন দায়িত্ব গ্রহণ করবেন, তখন সরকার সিদ্ধান্ত নেবে।’
এএইচ