images

জাতীয়

পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেফতার ১৫৩৩

নিজস্ব প্রতিবেদক

২১ মে ২০২৫, ১০:০১ পিএম

পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৭ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মোট ১ হাজার ৫৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ মে) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশেষ অভিযানে দুটি এলজি, একটি একনলা বন্ধুক, পাঁচ রাউন্ড গুলি, একটি সাবল, একটি বড় কাটার মেশিন ও একটি বড় কাটার ব্লেড উদ্ধার করা হয়। 

পুলিশ সদর দফতর আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ দমনে সারাদেশে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এএইচ