images

জাতীয়

পাসপোর্ট বিতর্কে মুখ খুললেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

২১ মে ২০২৫, ০৩:৫৩ পিএম

বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট নেই বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান।

বুধবার (২১ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খলিলুর রহমান বলেছেন, ‘আমার একটাই সিটিজেনশিপ, বাংলাদেশি সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার আমেরিকান কোনও পাসপোর্ট নেই। বাংলাদেশ ছাড়া আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই। আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না প্লিজ। আপনারা আমাকে ঢিল ছুড়লে সেটা অন্য কারও ওপরেও পড়তে পারে। প্লিজ স্টপ ইট।’

এ সময় তিনি বলেন, বিদেশে থাকলেই যদি নাগরিকত্ব হয়ে যায়, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও সে কথা বলা যায়। তাই এ ধরনের কথা না বলাই ভালো।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে আলোচনা-সমালোচনা হচ্ছিল যে, যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বধারী কোনো ব্যক্তি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো দায়িত্বে থাকতে পারেন কিনা। এবার সেই বিষয়ে এই বক্তব্য দিলেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান।

এমএইচটি