নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৫, ০৮:৩১ এএম
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির (টিজিটিডি পিএলসি) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন শাহনেওয়াজ পারভেজ। এতদিন তিনি প্রতিষ্ঠানটির এমডির চলতি দায়িত্বে ছিলেন। এবার তিনি পূর্ণ দায়িত্ব পেলেন।
সোমবার (১৯ মে) পেট্রোবাংলা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, পেট্রোবাংলার সুপিরিয়র সিলেকশন কমিটির মূল্যায়ন ও সুপারিশের ভিত্তিতে গত ১৭ মে পেট্রোবাংলা পরিচালনা বোর্ডের ৬০৮তম সভায় শাহনেওয়াজ পারভেজকে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
পূর্বে তিনি পেট্রোবাংলার কারিগরি ক্যাডারের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই পদ থেকেই তাকে পদোন্নতি দিয়ে তিতাস গ্যাসের এমডি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
অফিস আদেশে আরও বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শাহনেওয়াজ পারভেজ টিজিটিডি পিএলসির এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, তিতাস গ্যাস দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণ কোম্পানি। প্রতিষ্ঠানটির নেতৃত্বে স্থায়ী এমডি নিয়োগের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
এমআর/এইউ