images

জাতীয়

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নতুন সচিব শরিফা খান

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন ২০২২, ০৪:৪৯ পিএম

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খান।

বৃহস্পতিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সদস্য শরিফা খানকে বদলি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব করার বিষয়টি বলা হয়েছে।

তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিবের দায়িত্ব পালন করা ফাতিমা ইয়াসমিনের স্থলাভিষিক্ত হবেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ ১১ জুলাই থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এমআর