images

জাতীয়

মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘লও ঠেলা’ গ্যাংয়ের ৯ জন গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ মে ২০২৫, ০৮:৪৪ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে ‘লও ঠেলা’ কিশোর গ্যাংয়ের নয়জন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার রাতে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজারস্থ মেকাপ খান রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জোবায়ের ওরফে যুবরাজ (২২), হাসান (১৯), রায়হান (২৭), ওয়াসিম (২৫), আনোয়ার হোসেন রাজু (৩২), নুরুল আমিন (১৮), কামাল হোসেন (২২), শাহিন (২৮) ও মেহেদী হাসান (২৫)। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি চাপাতি ও চারটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

বুধবার (১৪ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমান। 

মোহাম্মদপুর থানা সূত্র জানায়, মঙ্গলবার দিনের বেলা মোহাম্মদপুর রায়ের বাজার মেকআপ খান রোডে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তার ও আতঙ্ক সৃষ্টির জন্য দেশীয় অস্ত্রের মহড়া দেয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে পুলিশের। রাতেই অভিযান শুরু তারা৷ পরে ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করে পুলিশ৷ এসময় তাদের কাছ থেকে পাঁচটি চাপাতি ও চারটি চাকু উদ্ধার করা হয়। 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা জব্দকৃত দেশীয় অস্ত্রশস্ত্র দীর্ঘদিন ধরে তাদের দখলে রেখে মোহাম্মদপুর থানা এলাকাসহ আশেপাশের এলাকায় ছিনতাইসহ ত্রাস সৃষ্টি করে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিল।

এমআইকে/এএইচ