জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ মে ২০২৫, ০৫:২৮ পিএম
তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যখন ফুঁসে উঠেছে তখন উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছে।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে পুলিশের রমনা ও লালবাগ জোনের ডিসির সঙ্গে বৈঠক করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর। তবে বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিকে রাখা হয়নি।
বুধবার (১৪ মে) বিকেল চারটার পরে যমুনার পাশে আইনশৃঙ্খলা বাহিনীর বসার ছাউনিতে তারা সংঘর্ষের ঘটনা নিয়ে বৈঠক করছেন। সাড়ে চারটার দিকে সেখানে উপস্থিত হন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমেদ।
পরে দুই পক্ষ দিনের ঘটনার বিস্তারিত কথা বলেন। শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি দাওয়া এবং সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করেন।

এর আগে 'মার্চ টু যমুনার' কর্মসূচিকে ঘিরে ছাত্রদের এই আন্দোলনে দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে প্রেসক্লাব, মৎস্য ভবন, রমনা পার্কের আশপাশের এলাকা। তবে হঠাৎ পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হলে পাল্টে যায় প্রধান উপদেষ্টার বাসভবন 'যমুনা'র চারিদিকের দৃশ্য। নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় এই এলাকায়। বিকেল চারটার দিকেও একই অবস্থা দেখা গেছে।
বিইউ/জেবি