images

জাতীয়

ডাকাতির উদ্দেশে গোপালগঞ্জ যাচ্ছিল ৭ জন, পথে গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ মে ২০২৫, ০৬:০৫ পিএম

ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ডাকাতির জন্য যাচ্চিল সাতজন। পথে তাদের আটকে গ্রেফতার করে ডিবি। এসময় ডাকাতদের কাছ থেকে অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়ি উদ্ধার করা হয়। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানায় ডিবি। 

গ্রেফতারকৃতরা হলেন- মাসুদ রানা চৌকিদার (৩৮), শাকিল (২১), মামুন (৪০), রাব্বি (২৬), আসাদ মিয়া (৪৫), পলাশ শেখ (৩৭) ও আনোয়ার হেসেন (৪৪)।

শনিবার রাতে যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার (১১ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, ৩৬টি ককটেল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। 

ডিবি সূত্র জানায়, তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে, কিশোরগঞ্জের আনোয়ার হোসেন এবং বরিশালের পলাশের নেতৃত্বে ১০-১২ জনের একটি ডাকাত দল কোনো একটি স্বর্ণের দোকান ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল শনিবার রাতে যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজ এলাকায় অভিযান চালিয়ে একটি ৭.৬২ এমএম বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ মাসুদ রানা চৌকিদারকে গ্রেফতার করে। 

মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতি পরিকল্পনার বিষয়টি স্বীকার করেন। পরে তার বাসায় অভিযান চালিয়ে এ ঘটনায় ব্যবহারের জন্য প্রস্তুতকৃত ৩৬টি ককটেল উদ্ধার করা হয়। 

ডিবি জানায়, গ্রেফতারকৃতরা ঢাকা থেকে গোপালগঞ্জের সদরে একটি  দোকানে ডাকাতির জন্য যাচ্ছিল। পথে তাদের আটক করা হয়। ডাকাতি পরিকল্পনার অংশ হিসেবে অন্যান্য সহযোগীরা ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে একত্রিত হয়। তাদের পরিকল্পনা ছিল, গোপালগঞ্জ জেলার সদরের বৌলতলী বাজারের নিউ ডলি জুয়েলার্সে ডাকাতি করবে। 

মাসুদ চৌকিদার দনিয়া কলেজের সামনে অপেক্ষা করতে থাকেন। এক পর্যায়ে সকালের দিকে একটি প্রাইভেটকার ও একটি হাইয়েস মাইক্রোবাস যোগে ডাকাত দলের অন্য সদস্যরা উপস্থিত হয়। এসময় শাকিল, মামুন, মো. রাব্বি, মো. আসাদ মিয়া নামের চারজনকে গ্রেফতার করে ডিবি এবং তাদের ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করে। 

পরে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী মো. পলাশ শেখ এবং আনোয়ার হেসেনকে ধোলাইপাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত এ ঘটনায় সাতজন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআইকে/এএইচ