images

জাতীয়

যাত্রাবাড়ীতে কবরস্থান থেকে শটগানের ১১টি তাজা কার্তুজ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ মে ২০২৫, ০৬:১৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে কবরস্থানে থেকে শটগানের ১১টি তাজা কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার (০৯ মে) দুপুরে দোলাইপাড় কুতুবখালী পঞ্চায়েত কবরস্থান থেকে এসব উদ্ধার করা হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় কুতুবখালী পঞ্চায়েত কবরস্থানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে শটগানের ১১ রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কার্তুজগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তবে সেগুলো কে বা কারা রেখে গিয়েছিল নাকি লুকিয়ে রেখেছিল তা জানা যায়নি। 
 
এমআইকে/ইএ