images

জাতীয়

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৭ মে ২০২৫, ০৯:৪৫ পিএম

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক মামলায় বিল্লাল (৩৮) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বুধবার (৭ মে) বিকেলে অভিযান চালিয়ে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।

তিনি জানান, বিল্লাল মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাজা হলেও পলাতক থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। 

বিল্লাল রাজধানীতেই গা ঢাকা দিয়েছিলেন। খবর পেয়ে বুধবার বিকেলে লালবাগের বুয়েট এলাকায় অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিল্লালের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া রাস্তার পেছনে বাস্তুহারা গ্রামে। তার বাবার নাম আলী আশরাফ। 

এমআইকে/এএইচ