নিজস্ব প্রতিবেদক
০৭ মে ২০২৫, ০৭:১২ পিএম
ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাত নিয়ে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, সার্বিক পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার।
বুধবার (৭ মে) বিকালে ভারত-পাকিস্তান বিষয়ে দেওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সাংবাদিকদের পড়ে শোনান তিনি।
আরও পড়ুন: ‘ভারত-পাকিস্তান সংঘাতে বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়বে না’
নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘উভয় দেশকে সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে- এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানায় ঢাকা।’
তিনি বলেন, ‘আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা হ্রাস পাবে এবং এই অঞ্চলের মানুষের জন্য শেষ পর্যন্ত শান্তি আসবে।’
আরও পড়ুন: ‘যার সঙ্গে ইচ্ছা কথা বলব, কে কী বলল যায়-আসে না’
নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, ‘সীমান্তের প্রতিটি ঘটনা আলাদা আলাদা করে নিরীক্ষণ করা হচ্ছে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, কেবল আমাদের দেশের নাগরিকদের জন্য। যদি তারা আমাদের দেশের প্রমাণিত হয়, তাহলে আমরা তাদেরকে গ্রহণ করব।’
সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলার দুই সপ্তাহের মাথায় সামরিক সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। এ নিয়ে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে দুই দেশসহ বাংলাদেশেও।
এমআর/এএইচ