images

জাতীয়

‘হজ উইথ আয়েশা’ ডিজিটাল লাইব্রেরি ও দাতব্য ফাউন্ডেশন উদ্বোধন

ঢাকা মেইল ডেস্ক

০৭ মে ২০২৫, ০৫:১৯ পিএম

হজ ও উমরার বিশ্বস্ত সেবাদাতা প্রতিষ্ঠান হজ উইথ আয়েশা নিজস্ব ব্যবস্থাপনায় ডিজিটাল লাইব্রেরি প্রতিষ্ঠাসহ একটি দাতব্য ফাউন্ডেশন কার্যক্রম শুরু করেছে।

গত ৩ মে রাজধানীর হোটেল গিভেন্সি ইন্টারন্যাশনালের কনফারেন্স হলে ‘হজ উইথ আয়েশা’ ডিজিটাল লাইব্রেরি ও হজ উইথ আয়েশা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম।

বেসরকারি এজেন্সি হজ উইথ আয়েশার স্বত্বাধিকারী আয়েশা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সানাউল্লাহ, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুজতবা রেজা আহমেদ, শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, আবিদ হোল্ডিংসের পরিচালক মো. টিপু সুলতান, আবু যর গিফারি কলেজের সাবেক প্রভাষক দেলোয়ারা বারী, স্বপ্নফেরী সোস্যাল ডেভেলপম্যান্ট সোসাইটির সোমা ইসলাম, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক মাসুম আল ইসহাক, গ্লোবাল ইয়ূথ ডেভেলপমেন্ট কাউন্সিলের মহাসচিব সোহাগ মহাজন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার (অব.) মোহাম্মদ জাকির হোসেন হাওলাদার, উপ পরীক্ষা নিয়ন্ত্রক (অব.) মো. সুলতান হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজমুল হোসেন চৌধুরী এবং ‘হজ উইথ আয়েশা’ থেকে হজ পালনকারী হাজি ও এবারের হজযাত্রীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শুরুতে হজ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। অভিজ্ঞ আলোচকরা হজের প্রস্তুতিসহ মাসয়ালা-মাসায়েল, মক্কা-মদিনায় করণীয় ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Ayesa2

‘হজ উইথ আয়েশা’ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- ধর্মীয় আদর্শের আলোকে সামাজিক উন্নয়ন সাধন, ইসলামিক জীবনাদর্শ ও মূল্যবোধের আলোকে প্রতিটি পরিবারের সদস্যদের সর্বক্ষেত্রে ইসলামি জীবনব্যবস্থা পরিচালনায় দিকনির্দেশনা অর্থাৎ গাইডলাইন প্রদানে সহায়তা করা, হজ উইথ আয়েশা ফাউন্ডেশন পরিবারের সদস্যদের ও তাদের ভবিষ্যৎ প্রজন্মদের নিয়ে হাজি পরিবার তৈরি করে এই ফাউন্ডেশনের ছায়ায় একত্রিত করা ও ইসলামিক আদর্শের আলোকে মানবসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। গরিব ও অসহায় মানুষদের সহায়তা প্রদান এবং তাদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতি সাধনসহ হজ পালনের ক্ষেত্রে দরিদ্রদের সহায়তা প্রদান।

আর হজ উইথ আয়েশা ডিজিটাল লাইব্রেরির লক্ষ্য উদ্দেশ্য হলো, জাগতিক জ্ঞানার্জনের পাশাপাশি ইসলামিক জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন করা। এই লাইব্রেরির সংগ্রহে থাকবে- ইসলামের প্রথম যুগ থেকে বর্তমান পর্যন্ত কোরআন-সহিহ হাদিসের লিপি, ইসলামিক ইতিহাস ও জীবন দর্শন বিষয়ে লিখিত প্রামাণ্য গ্রন্থাবলি, ইসলামের প্রাথমিক যুগ থেকে বর্তমানকাল পর্যন্ত হজের চিত্র সম্বলিত পূর্ণাঙ্গ ইতিহাস, পৃথিবীজুড়ে থাকা ইসলামের ঐতিহাসিক দর্শনীয় স্থানসমূহের চিত্র সম্বলিত পূর্ণাঙ্গ ইতিহাস এবং বিধর্মী মনীষীদের চোখে ইসলাম এবং মুসলিম দর্শন বিষয়ের গ্রন্থাবলি।

জেবি