images

জাতীয়

সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ মে ২০২৫, ০৪:৩৬ পিএম

ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

শনিবার (৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর সায়েদাবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ইমরান হোসেন ওরফে ইরান (৩২) ও শাহাদাৎ-উন-নূর (৩৬)। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি ছুরি এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্র জানিয়েছে, মিতালী স্কুলের গলির মুখে কতিপয় ডাকাত দলের সক্রিয় সদস্য ডাকাতি করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে করে পালানোর সময় ইমরান হোসেন ও শাহাদাৎকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সহযোগী কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। পরে ঘটনায় গেন্ডারিয়া থানায় একটি মামলা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা তাদের পলাতক সহযোগীদের নিয়ে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গ্রেফতারকৃত ইরানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ডাকাত চক্রের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এমআইকে/এফএ