images

শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ের ৮ হাজার পদ শূন্য, দ্রুতই বড় বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৫, ০৭:১৫ পিএম

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আট হাজারেরও বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। তাছাড়া ৩০ হাজার সহকারী শিক্ষক দ্রুততম সময়ের মধ্যে পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হবেন। ফলে বিশাল অঙ্কের শূন্য পদগুলো পূরণ করতে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে বলে জানা গেছে।

অধিদফতর সূত্র জানিয়েছে, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৮ হাজার ৪৩টি শূন্য পদ রয়েছে। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এছাড়া ৩০ হাজার সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন। ফলে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে।

কবে নাগাদ বিজ্ঞপ্তি হতে পারে- এমন প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, পদোন্নতি সংক্রান্ত জটিলতা উচ্চ আদালতে বিচারাধীন। এ জটিলতা নিরসন এবং নতুন নিয়োগ বিধিমালা বাস্তবায়নের পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এএসএল/এফএ