images

জাতীয়

সেলুনে চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে আটক

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ পিএম

চাঁদাবাজি করার সময় হাতেনাতে শরিফ ওরফে কিলার শরীফ (৪২) নামে এক চিহ্নিত চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। রোববাব রাতে রাজধানীর আদাবরের রিং রোডে সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।

সোমবার (২১ এপিল) সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা জানান, রোববার রাতে আদাবর রিং রোড এলাকায় এক সেলুন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিতে আসেন শরীফ ওরফে কিলার শরীফ। তিনি কথিত গডফাদার নবীর ভাই পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে ও প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করেন। পরে সেলুনের মালিক সেনাবাহিনীকে ফোন করে জানান। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চাঁদার টাকাসহ অভিযুক্তকে হাতেনাতে আটক করে।

জানা গেছে, হত্যা ও চাঁদাবাজির মামলায় শরীফ আগেও ১৩ বছর জেল খেটেছেন।  পরে জেল থেকে বের হয়ে আবারও চাঁদাবাজি শুরু করেন। বিভিন্ন সময় দলবল নিয়ে রাস্তার ভ্যান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে শরীফের বিরুদ্ধে।

এমআইকে/জেবি