নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম
জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দেশ-বরেণ্য গুণী সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠক, শিল্পী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক উৎসবে দেশের জনপ্রিয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের মনোজ্ঞ পরিবেশনায় ছিল গান, আবৃত্তি ও কৌতুক অভিনয়। থিয়েটার শিল্পীদের পরিবেশনায় নাটক '৩৬ জুলাই' প্রদর্শিত হয়।
সাংস্কৃতিক সংগঠক আহসান হাবীব খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে দেশীয়'র ৮ম বর্ষপূর্তি স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মুজাহিদী, বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবুল আসাদ, সংগঠনের সভাপতি ড. আজম ওবায়েদুল্লাহ, সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলাম, গীতিকার-সুরকার ওস্তাদ তাফাজ্জল হোসেন খান, কবি মোশাররফ হোসেন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার চারুকলার সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান প্রমুখ।
উৎসবে ইসলামী সংগীত পরিবেশন করেন সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর, শিল্পী মশিউর রহমান, শিল্পী আমিরুল মোমেনীন মানিক, শিল্পী বেলাল খান, শিল্পী ওবায়েদুল্লাহ তারেক, শিল্পী রোকনুজ্জামান, শিল্পী নাসির উদ্দীন আল্-মামুন, শিশু-শিল্পী জাহিন ইকবাল।
আবৃত্তি শিল্পী ছিলেন, কিডস ক্রিয়েশন টিভির সিইও শরীফ বায়জীদ মাহমুদ, প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুল ও মোস্তাগিছুর রহমান মোস্তাক। সাইমুম, মহানগর, রাজধানী, সিসিএ, রঙ্গন, অনুপম, উচ্চারণ, জাগরণ, প্রেরণা, জিনজিরা ও কাশফুল শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদের পরিবেশনায় ও শফিকুল ইসলাম রুবেলের রচনা এবং এ বি এম নোমানের নির্দেশনায় জুলাই বিপ্লবের ওপর নাটক ‘৩৬ জুলাই’ পরিবেশিত হয়। আমন্ত্রিত শিল্পীদের বহুমুখী পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হয়।
এমআই/ইএ