নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পিএম
রাজধানীর ডেমরা এলাকায় কয়েকটি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় চারটি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ভবনের অনুমোদিত নকশা বহির্ভূত বর্ধিত অংশ অপসারণ করা হয় এবং দেড় লাখ টাকা জরিমানা করা হয়। রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার আজকের মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বুধবার (১৬ এপ্রিল) রাজউকের জোন-৬ এর সাবজোন ৬/২ অন্তর্ভুক্ত হাজীনগর, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
একটি বাসযোগ্য নগরী হিসেবে ঢাকাকে গড়ে তোলার লক্ষ্যে রাজউকের নিয়মিত প্রচেষ্টার অংশ হিসেবেই হাজীনগর, ডেমরা স্টাফ কোয়ার্টার লেক রোড সংলগ্ন এলাকায় পরিচালিত হয় আজকের মোবাইল কোর্ট। এসময় ভবন নির্মানে রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানোয় একটি ভবনের সম্মুখ কলাম কেটে অপসারণ করা হয় এবং বেজমেন্ট সহ একটি ৬ তলা ও একটি ১১ তলা নির্মাণাধীন ভবনসমূহের সম্মুখ ও পাশের আংশিক অংশ অপসারণ করা হয়েছে। এছাড়াও ভবনসমূহকে রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটানোয় সর্বমোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় মোবাইল কোর্ট পরিচালিত ভবনসমূহের মালিকগণ পরবর্তী সময়ে রাজউকের নকশার ব্যত্যয় ঘটাবেন না মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন এবং রাজউক কর্তৃক তাদের ভবন নির্মাণের সকল পর্যায়ে নিয়ম মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এপ্রসঙ্গে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার বলেন, রাজউকের সাম্প্রতিক সময়ের প্রত্যাশা অনুযায়ী একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য কঠোর অভিযান পরিচালনা করা হবে। ভবন নির্মাণে যেকোনো ব্যত্যয় পরিলক্ষিত হলে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল কোর্ট চলাকালীন আরও উপস্থিত ছিলেন রাজউকের জোন ৬ এর পরিচালক শামীমা মোমেন, অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম, উক্ত জোনের প্রধান ইমারত পরিদর্শক ইমারত পরিদর্শকগণসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।
এমআর/জেবি