জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৫, ১০:৪৩ পিএম
সম্প্রতি রাজধানীর মগবাজারে চাঞ্চল্যকর ছিনতাই করে ভুক্তভোগীকে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. সাব্বির হোসেন (২০) ও মো. হৃদয় খান (২২)। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, তারা পোশাদার ছিনতাইকারী। তবে ঘটনার দিন তারা ছিনতাই করে ও খুন করে পালিয়ে যায়। গা ঢাকা দিয়েছিল। অবশেষে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া বিভাগেরর ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সোমবার ভোর ৫টার দিকে সবুজবাগ থানার বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-তেজগাঁও বিভাগ জানিয়েছে, এই ঘটনায় নিহত ব্যক্তির নাম হাবিবুল্লাহ হাবিব (১৮)। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার সানাদিয়া গ্রামের মো. নায়েব আলীর ছেলে। ঢাকার রমনার ১৯, নিউ ইস্কাটনের (মিডিয়া গলি) একটি ক্যাটারিং সার্ভিসে কাজ করতেন। গত বছরের ১৫ ডিসেম্বর রাত ৩টার দিকে তিনি কাজ শেষে ফিরছিলেন। পথে মগবাজারের সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। এসময় তিন ছিনতাইকারী তার মোটরসাইকেলের কাছে এসে গতি রোধ করেন এবং তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মোবাইল ফোনটি কেড়ে নেয়। পরে হাবিব বাধা দিলে তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন হাবিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকেলে মারা যান। এ ঘটনায় তার পরিবার হাতিরঝিল থানায় একটি মামলা করেন। সেই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এই ঘটনায় আরও একজন জড়িত। তার নাম নাহিদুল ইসলাম অণু (২১)। অনু বর্তমানে একটি মাদক মামলায় জেলহাজতে আছেন।
এমআইকে/জেবি