জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৫, ০৭:১১ এএম
রাজধানীর খিলগাঁও থানাধীন নন্দীপাড়া এলাকায় চায়ের দোকানে বিল দেওয়াকে কেন্দ্র করে মাইজউদ্দিন নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মনির (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রোববার (৬ এপ্রিল) অভিযান চালিয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া।
র্যাব জানায়, গত ১৬ ফেব্রুয়ারি রাত নয়টায় রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় চায়ের দোকানে বিল দেওয়াকে কেন্দ্র করে মাইজুদ্দিনকে পিটিয়ে হত্যা করে মনির। পরে ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এরপর এ বিষয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মনির ঘটনার থেকে পলাতক ছিলেন।
র্যাব আরও জানায়, চায়ের দোকানে চা ও সিগারেট খাওয়ার জন্য আসলে মাইজুদ্দিনকে উদ্দেশ্য করে গ্রেফতারকৃত মনির গালমন্দ করে। নিহত মাইজুদ্দিন গালমন্দ করার প্রতিবাদ জানালে মনির উত্তেজিত হয়ে দোকানের সামনে স্ব-জোরে মাথা দিয়ে মুখমন্ডলে আঘাতসহ এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে এবং একপর্যায়ে মাটিতে লুটে পরে। পরবর্তীতে স্থানীয় লোকজন মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে মৃত ঘোষণা করে। হত্যাকান্ডের বিষয়টি এলাকায় জানাজানি হলে এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের নাম প্রকাশিত হলে গ্রেফতারকৃত মনির আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। অবশেষে আত্মগোপনে থাকা অবস্থায় মনিরকে গ্রেফতার হয়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এমআইকে/এমএইচটি