ঢাকা মেইল ডেস্ক
০৩ এপ্রিল ২০২৫, ১২:৫১ পিএম
রাজধানীতে বার কাউন্সিলের বিপরীত পাশে স্থাপত্য অধিদফতরের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
এসআই মো. মজিবুল বলেন, আমরা খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে বার কাউন্সিল বিপরীত পাশে স্থাপত্য অধিদফতরের সামনের ফুটপাতে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। পরে ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই পুলিশ কর্মকর্তা বলেন, আমরা স্থানীয়দের কাছে জানতে পারি ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এসআই বলেন, নিহত বৃদ্ধের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে।
এমএইচটি