images

জাতীয়

ঈদের ছুটিতে ভাসানী নভোথিয়েটার দর্শনার্থীদের ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক

০২ এপ্রিল ২০২৫, ০৭:১৪ পিএম

images

ঈদের তৃতীয় দিনেও ঢাকার বিনোদন কেন্দ্রগুলো লোকারণ্য। জাতীয় চিড়িয়াখানা, লালবাগ কেল্লা ও জাতীয় জাদুঘরসহ সব বিনোদন কেন্দ্রে মানুষের উপচেপড়া ভিড়। বুধবার বিকেলে ভাসানী নভোথিয়েটারের সামনেও প্রচুর দর্শনার্থী লক্ষ্য করা গেছে। 

বিকেল যখন ছয়টা, তখনও প্রায় শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে নভোথিয়েটারে প্রবেশের জন্য বাইরে টিকিটের জন্য অপেক্ষ করছিলেন। আবার ওই সময় অনেকে বের হয়ে যাচ্ছেন।

বিজয় সরণি থেকে খেজুর বাগান আসার পথে তখন গাড়ির যট লেগেছে। এর মাঝে যারা গাড়িতে চড়তে পারছেন না তারা হেঁটে ফুটপাত ধরে রওনা হন বাড়ির পথে। 

লালবাগ মোড় এলাকা থেকে এসেছিলেন জাহিদুল ইসলাম। তিনি তখনও লাইনে দাঁড়িয়ে মেয়ে ও স্ত্রীর জন্য টিকিটের অপেক্ষা করছেন। 

জাহিদুল বলেন, ‘বাড়ির পাশে লালবাগ কেল্লা। কিন্তু সেখানে তো প্রতিদিনই কম বেশি যাওয়া হয়। এবার মেয়েকে নিয়ে আসলাম এখানে। আসতে আসতে বিকেল হয়ে গেল। জানিনা শেষ মুহূর্তে টিকিট পাব কিনা। 

শুধু জাহিদুল নয়, আরও অনেকে আজ ঢাকার বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে শেষ বিকেলে এসেছিলেন ভাসানী নভোথিয়েটারের সামনে। প্রায় শতাধিক মানুষ অপেক্ষায় ছিলেন ভেতরে প্রবেশের জন্য।

কথা বলে জানা যায়, সকাল থেকেই নভোথিয়েটারে ভিড় করতে থাকেন দর্শনার্থীরা। পাশে সামরিক জাদুঘরেও লোকজনের ভিড় ছিল।

Dhaka

উত্তরা থেকে ভাগ্নি-ভাগ্নেকে নিয়ে আসেন রিয়াদ। ঢাকা মেইলকে তিনি বলেন, দুপুরের পর রওনা হয়েছি বাসা থেকে। ভেতরে দেখে ভাগ্নে-ভাগ্নি অনেক খুশি। এখন তাদের নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। 

নভোথিয়েটারে আসা দর্শনার্থীরা বলছেন, বিনোদন কেন্দ্রগুলোতে প্রবেশের সময় বাড়ানো দরকার। কারণ ঈদ পূজা পার্বণগুলোতে ছুটি থাকায় পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন অনেকে। ঢাকায় অনেকগুলো বিনোদন কেন্দ্র থাকায় একসঙ্গে সবগুলোতে যাওয়া অনেকের সম্ভব হয় না। দূরত্ব এবং যানজটের কারণে সময় নষ্ট হয়। 

অনেকে আবার সরাসরি টিকিটের বদলে অনলাইনে টিকিট সিস্টেম চালু রাখার দাবি জানান। পাশাপাশি নভোথিয়েটারের খোলা জায়গাগুলোতে বিভিন্ন রাইড বাড়ানোরও দাবি করেছেন।

জানা গেছে, ঈদের দিন সকাল থেকে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের ভিড়ে গিজগিজ করতে শুরু করেছে। আজকেও একই চিত্র ছিল। সব মিলিয়ে বিনোদন কেন্দ্রগুলোর আয় বেড়েছে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ের কারণে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই।

এমআইকে/এমআর