নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ পিএম
পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনে জনস্রোত নেমেছে রাজধানীর রমনা পার্কে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী মানুষ ঘুরতে এসেছেন রমনায়। শিশুদের ভিড় রয়েছে রমনার শিশু চত্বরে।
বুধবার (২ এপ্রিল) বিকেলে রমনা পার্কে এমন চিত্র দেখা গেছে।
পার্ক ঘুরে দেখা গেছে, দুপুর থেকে নানা বয়সী মানুষ রমনা পার্কে ঘুরতে এসেছেন। অনেকে সবুজ ঘাসের ওপর বসে আছেন। কেউ কেউ পার্কে বসে আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বিছানার চাদর নিয়ে এসেছেন। সেখানে বসে গল্প-গুজব করছেন তারা। সবুজে ঘেরা এ এলাকায় বাচ্চারা দৌড়াদৌড়ি, হই-হুল্লোড় করছে। তাদের বাবা-মা সঙ্গ দিচ্ছেন। কোথাও বাচ্চারা বল দিয়ে খেলছে, সহযোগিতা করছেন সঙ্গে আসা বাবা-মা।
পার্কের লেকের পাড় ঘিরে নির্মিত রেলিংয়ে দাঁড়িয়ে গল্প করছেন অনেকে। কেউ কেউ লেকে বোট রাইড করছেন। পার্কের কোনো কোনো জায়গায় কিশোর-কিশোরীরা দলবেঁধে আড্ডা দিচ্ছেন। সব মিলিয়ে ঈদের তৃতীয় দিন রমনা পার্ক দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
ঈদকে কেন্দ্র করে রমনা পার্কের বাইরে ও ভেতরে বসানো হয়েছে ভ্রাম্যমাণ ফুলের দোকান। অনেকে ফুল কিনছেন। পার্কের ভেতরে বিভিন্ন ধরনের খেলনা ও খাবারের দোকানও দেখা গেছে।
আজিমপুর থেকে রমনায় আসা দর্শনার্থী রুবেল হাওলাদার বলেন, পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ঘুরে বেড়ানোর জন্য এমন সবুজবেষ্টিত জায়গা কমই আছে। রমনা পার্কে ঘুরতে এলেই প্রকৃতির সান্নিধ্য পাওয়া যায়। এবার ঈদ ঢাকায় করছি, গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। তাই পরিবারের সদস্যদের নিয়ে পার্কে ঘুরতে এসেছি। বাচ্চারা বেশ আনন্দে সময় কাটাচ্ছে। দৌড়াদৌড়ি, হই-হুল্লোড় করছে।
আরেক দর্শনার্থী বেসরকারি চাকরিজীবী শাহাজান মুন্সী বলেন, চাকরির কারণে ছুটির দিন ছাড়া বাচ্চাদের সময় দিতে পারি না। ঈদ উপলক্ষে তাদের নিয়ে বের হতে হবে, সপ্তাহখানেক আগেই তারা এমন বায়না করেছে। তাই দুপুরে খেয়েই বাচ্চাদের নিয়ে বের হয়েছি। তাদের খেলাধুলা আনন্দ খুবই উপভোগ করছি।
এসএইচ/এমআর