জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৫, ০৩:২১ পিএম
ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে টানা তিন দিন যাত্রী চলাচল বন্ধ রাখার কথা ছিল রাজধানীর হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি ও চক্রাকার বাস সার্ভিসের। এর মাঝে ভ্রমণপিপাসু দর্শনার্থীদের জন্য হাতিরঝিল লেকে ভ্রমণের উদ্দেশ্যে প্যাকেজ সার্ভিস চালু করেছিল ওয়াটার ট্যাক্সির লোকজন। দর্শনার্থীদের ভ্রমণের সুবিধা হলেও সাধারণ যাত্রীদের জন্য এ সেবা বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে, যারা নিয়মিত ওয়াটার ট্যাক্সি ব্যবহার করে থাকেন। এমন খবর গণমাধ্যমে প্রকাশের পর রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম প্যাকেজ সার্ভিস বন্ধ করে যাত্রী চলাচলের ব্যবস্থার নির্দেশনা দিয়েছেন।
রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আব্দুল্লাহ আল মারুফ বুধবার (২ এপ্রিল) জানিয়েছেন, জনসাধারণের দুর্ভোগ নিরসনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম নিজ উদ্যোগে ওয়াটার ট্যাক্সির ব্যবস্থাপকদের সঙ্গে যোগাযোগ করেন এবং ছুটির মাঝেও নিয়মিত যাত্রীদের চলাচলের জন্য ওয়াটার ট্যাক্সি সেবা চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
তিনি জানান, আজ থেকে ঈদ উপলক্ষে প্যাকেজের পাশাপাশি নিয়মিত যাত্রীরাও টিকিট কেটে চলাচল করতে পারছেন। পাশাপাশি হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস ও নিয়মিত যাত্রী পরিবহন করছে। এই দুই বাহনের নিরবচ্ছিন্ন সেবা তদারকির জন্য প্রতিটি ঘাটে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
রাজউক চেয়ারম্যান বলেন, 'ঈদের আনন্দঘন মুহূর্তের মাঝে জনসাধারণের দুর্ভোগ নিরসনে রাজউক সদা সচেষ্ট রয়েছে। এই দীর্ঘ ছুটিতে মানুষ যেন কোনো রকম ঝামেলার মধ্যে দিয়ে না যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাজউক গ্রহণ করছে।'
একইসাথে তিনি হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি না চলায় মানুষের দুর্ভোগের বিষয়টি সামনে তুলে আনার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন রাজউক চেয়ারম্যান।
বিইউ/জেবি