images

জাতীয়

সাজাপ্রাপ্ত ‘প্রতারক’কে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ মার্চ ২০২৫, ০৭:৩২ এএম

images

ফরিদপুরের কাজী লিমন নামের সাজাপ্রাপ্ত এক প্রতারককে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সজল নামের এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর করা চেক প্রতারণার মামলায় লিমনের এক বছর সাজা হলেও তাকে এখনো ধরতে পারেনি কোতয়ালী থানা পুলিশ।

আদালত থেকে ফরিদপুরের কোতয়ালী থানায় ২০২৪ সালে ‘গ্রেফতারি ওয়ারেন্ট’ চিঠি পাঠানো হয়। ওয়ারেন্ট সূত্রে জানা গেছে, এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় লিমনকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৭১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (২৯ মার্চ) কোতয়ালী থানার অফিসার ইন-চার্জ মো. আসাদুজ্জামান ওয়ারেন্টের সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্ত আসামি লিমন এখন ফরিদপুর থাকেন না। সম্ভবত ঢাকায় তার অবস্থান।

লিমনের গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা থানার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া কাজীপাড়া গ্রামে। পিতার নাম মতিউর রহমান।

এদিকে গ্রামের বাড়ি ফরিদপুর হলেও পরোয়ানার চিঠিতে লিমনের বর্তমান ঠিকানা ঢাকার কমলাপুর এলাকার তেতুলতলায় দেখা গেছে। এই এলাকার এফ ব্লকের ফতেহাবাদ বিল্ডিংয়ের তৃতীয় তলায় থাকতেন তিনি। তবে সাজা হওয়ার পর বারবার নিজের অবস্থান পরিবর্তন করছেন।

মামলার বাদী জানিয়েছেন, লিমনের তথ্যদাতা চাইলে তার পরিচয় গোপন রাখা হবে পাশাপাশি নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এজন্য এই নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে: 01711-315127

স্থানীয়রা জানিয়েছেন, লিমন আগে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ছবি তুলে নিজের প্রভাব দেখাতে সেগুলো ব্যবহার করতেন। তার নামে আদালতে একাধিক মামলা চলমান থাকলেও পুলিশ ধরতে পারছে না।

বিইউ/এএস