images

জাতীয়

হামীম গ্রুপের জিএমকে হত্যায় জড়িত ৪ জনকে গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ মার্চ ২০২৫, ০৭:২৬ এএম

images

হা-মীম গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) আহসান উল্লাহকে অপহরণের পর হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১। 
তাদেরকে শনিবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১ মিডিয়া বিভাগ। 

র‌্যাব-১ জানিয়েছে, হামীম গ্রুপের জিএমকে হত্যার ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলে এ হত্যাকাণ্ডে জড়িত ছিল।

এ বিষয়ে র‌্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বিস্তারিত জানাবেন র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর আহনাফ রাসিফ বিন হালিম। 

গত ২৫ মার্চ দুপুরের দিকে তুরাগ ১৬ নম্বর সেক্টর ফাঁকা সড়কের পাশে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ শনাক্ত হওয়ার পরে জানা যায় তার নাম আহসান উল্লাহ। তিনি হামিম গ্রুপের জেনারেল ম্যানেজার ছিলেন।

নিহত পরিবার নিয়ে মিরপুর দিয়াবাড়ি চন্ডাল ভোগ এলাকায় থাকতেন। 

এর আগে পরিবার থেকে গত ২৩ মার্চ থানায় আহসান উল্লাহর নিখোঁজের একটি জিডি করা হয়।

মর্গ থেকে একটি সূত্র জানান লাশ কিছুটা পচনশীল ছিল তবে শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

এমআইকে/এএস