images

জাতীয়

বঙ্গভবনে নামাজে ইমামতি করলেন সেনাপ্রধান

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ মার্চ ২০২৫, ১১:৩০ পিএম

images

বঙ্গভবনে রাষ্ট্রপতিসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনা ও ইফতার মাহফিল শেষে মাগরিবের নামাজে ইমামতি করেন সেনাপ্রধান।

বুধবার (২৬ মার্চ) সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও অংশ নেন।

ইফতারের পর অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন অতিথিরা। মাগরিবের জামাতে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। সেখানে ধারণ করা ছবিতে দেখা যায়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন।

বিইউ/এমএইচটি