নিজস্ব প্রতিবেদক
২৫ মার্চ ২০২৫, ০৩:২৯ পিএম
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলামকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
মঙ্গরবার (২৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম গত ৬ জানুয়ারি একই বিভাগে সচিব হিসেবে পদোন্নতি পান।
নজরুল ইসলাম জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ১১তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন।
প্রশাসনে সৎ যোগ্য ও মেধাবী কর্মকর্তা হিসেবে সুপরিচিত হলেও নজরুল ইসলাম বিগত ১৫ বছরে কোনো পদোন্নতি পাননি। ৫ আগস্টের পর তিনি পদোন্নতি পান এবং সবশেষ সচিব হন। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুরে।
ইএস