জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ মার্চ ২০২৫, ০৩:২৩ পিএম
প্রতিবারের ন্যায় এবারও টানা ছয়দিন মহাসড়কে ট্রাক, লড়ি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপি জানিয়েছে, পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে গণপরিবহন চলাচল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএ গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ২৫ মার্চ থেকে ঈদ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ দিন ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
তবে উল্লিখিত সময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে। পণ্য পরিবহনকারী যানবাহনে এবং বাসের ছাদে যাত্রী পরিবহন করা যাবে না। টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকার সংকুলান রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
যানাবাহন চলাচল নিরবিচ্ছিন্ন রাখার নিমিত্ত যেকোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে (মোবাইল: ১৬১০৭, ০১৫৫০০৫১৬০৬ এবং ০১৫৫২১৪৬২২২ নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
এমআইকে/এফএ