জ্যেষ্ঠ প্রতিবেদক
২৫ মার্চ ২০২৫, ০১:৩১ পিএম
ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিন চলছে আজ মঙ্গলবার (২৫ মার্চ)। এদিন সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে দেখা মেলেনি সেই চিরচেনা হুড়োহুড়ি। স্বস্তির সঙ্গে গন্তব্যে ছুটছে মানুষ। নির্ধারিত সময়েই ছেড়ে গেছে প্রায় সব ট্রেন।
সরেজমিনে কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, কোনো হুড়োহুড়ি ছাড়াই ট্রেনে উঠছে মানুষ। যে যার যার আসনে বসছেন। পরবর্তি স্টেশনের আসনগুলো ফাঁকাই পড়ে আছে। নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন। উত্তরবঙ্গের একতা ও নীল সাগর এক্সপ্রেসেও কোনো যাত্রীর চাপ ছিল না। সকাল ১১টা পর্যন্ত ১১টি ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যায়।
ঈদে ঘরমুখো মানুষকে স্বস্তি দিতে এবারও বিশেষ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদযাত্রাকে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে প্রস্তুত করা হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। টিকিট কাউন্টার, প্ল্যাটফরমসহ সব জায়গায় রয়েছে র্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী।
সোমবার (২৪ মার্চ) ঈদযাত্রার প্রথম দিনে দু-একটি ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও দ্বিতীয় দিনে চিত্র পাল্টেছে। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যথা সময়েই ছাড়ছে ট্রেন। কোনো বিলম্ব না থাকায় স্বস্তির কথা জানাচ্ছেন যাত্রীরা। তারা বলছেন, এভাবেই যেন ট্রেনে ভোগান্তিহীন যাত্রা চলে শেষ দিন পর্যন্ত। স্টেশন কর্তৃপক্ষ বলছে, আগাম প্রস্তুতি থাকায় এবার ঈদযাত্রায় কোনো সমস্যা হবে না।
রেলওয়ে সূত্র জানায়, এবারের ঈদযাত্রায় পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এগুলো হলো— ঢাকা দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল, ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল, ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল। ঈদযাত্রা উপলক্ষে ট্রেনগুলোতে বাড়তি ৪৪টি বগি যুক্ত করা হয়েছে। তাছাড়া ২৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।
এদিকে, এবার ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে ৩ এপ্রিল থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার পাওয়া যাচ্ছে আগামী ৪ এপ্রিলের টিকিট। একইভাবে ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ পাওয়া যাবে যথাক্রমে ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট। তাছাড়া যাত্রীদের ভ্রমণের সুবিধায় ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না।
টিএই/ইএ