images

জাতীয়

টাকা ছাপিয়ে কি সরকার টিকিয়ে রাখা যায়: পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ ২০২৫, ১০:২০ পিএম

images

ক্ষমতাচ্যুত হাসিনা সরকার দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বিগত সরকার দেশের অর্থনীতিকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, যা দেখে বোঝা যাচ্ছিলো এই সরকার আর টিকতে পারবে না। একদিকে ব্যাংকগুলো খালি করা হয়েছিল লুটপাটের মাধ্যমে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপাতো। অর্থনীতিকে শেষ করে টাকা ছাপিয়ে কি সরকার টিকিয়ে রাখা যায়।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজেএফবির সভাপতি হামিদ-উজ-জামান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মুহিব। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি সাহানোয়ার সাইদ।

উপদেষ্টা আরও বলেন, সরকার ব্যাংকগুলো রক্ষার চেষ্টা করে যাচ্ছে। এছাড়া হুন্ডির মাধ্যমে টাকা আদান-প্রদান কমেছে তাই প্রবাসী আয় বেড়েছে। টাকা পাচার কমেছে সেটা তেমন দৃশ্যমান হচ্ছে না; কারণ ভবিষ্যতের জন্য রোডম্যাপ করতে হবে। এক বছরের পরিকল্পনায় সব ঠিক হবে না। পরিকল্পনা কমিশনের অনিয়ম যত প্রকাশ করা হবে তত স্বচ্ছতা বাড়বে।

এসময় পরিকল্পনা মন্ত্রণালয়কে সাংবাদিক বান্ধব করা, বিটিভিতে সরকারের সমালোচনা করে টকশো আয়োজনের মতো নূন্যতম সংস্কার কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে পরিকল্পনা কমিশন বিটে কর্মরত সাংবাদিকসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এমআই/এফএ