images

জাতীয়

আদাবরে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, রিকশাচালক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ মার্চ ২০২৫, ০৭:৫১ পিএম

images

রাজধানীর আদাবর এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় মাইনুদ্দিন নামে এক রিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

রোববার (২৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া।

ওসি জানান, রাজধানীর আদাবরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। পরে তার পরিবার একটি মামলা করে। সেই মামলায় মাইনুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, শিশুটি আদাবর এলাকায় তার পরিবারের সাথে বসবাস করে। শনিবার সন্ধ্যায় তাকে ধর্ষণের চেষ্টা করেন সেই রিকশাচালক। এ ঘটনা জানার পর লোকজন রিকশাচালককে আটক করে। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর শনিবার রাতে মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এমআইকে/জেবি