images

জাতীয়

এক ছাতার নিচে ঢাকার ৩০ প্রতিষ্ঠানের খাবার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ মার্চ ২০২৫, ১১:১০ পিএম

images

ভোজন রসিকদের জন্য খবরটি আনন্দের। কেননা, একইসঙ্গে ৩০টি প্রতিষ্ঠানের খাবার পাওয়া বেশ দুষ্কর। আর এমনই এক আয়োজন করেছে অনলাইনভিত্তিক ফুড ডেলিভারি সার্ভিস ‘ফুডি’। রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার ৩০টি খাবারের দোকানকে এক ছাতার নিচে এনেছে প্রতিষ্ঠানটি। আর এ উৎসবের নাম দেওয়া হয়েছে ‘ইফতার ও সাহরির মেলা’।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে বনানীর কামাল আতাতুর্ক পার্ক মাঠে চলছে ফুডির এই আয়োজন, যা প্রতিদিন বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলে সাহরি পর্যন্ত।

মেলা ঘুরে জানা গেল, ফুডির অ্যাপ যারা প্রথমবার করবেন তাদের জন্য রয়েছে বিশেষ অফার। ফুডি অ্যাপে নতুন অ্যাকাউন্ট খুলে ফুডি কুপন ব্যবহার করে প্রথম দুইটি অর্ডারে ১৫০ টাকা ছাড় মিলবে। এছাড়াও ডেলিভারি ছাড়াও ডাইন-ইন ও পিকআপের ব্যবস্থা আছে।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এই মেলা চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত। মেলায় মোহাম্মদপুর, ধানমন্ডি, পুরান ঢাকার বিখ্যাত খাবারগুলো পাওয়া যাচ্ছে।

F
বসে ইফতার করছেন ক্রেতারা।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যার আগে মেলা ঘুরে দেখা যায়, ভোজন রসিকরা দলে দলে মেলায় এসেছেন। তারা খাবারের দোকানগুলোতে ভিড় করছেন। শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সীরা বিভিন্ন ধরনের স্বাদ আস্বাদন করতে এসেছেন। তারা তাদের পছন্দের খাবারটি অর্ডার করছেন এবং ইফতারের সময় হলে সেখানেই ইফতার করছেন। কেননা, ক্রেতাদের সেখানে বসে ইফতার করার সুব্যবস্থা রয়েছে।

মেলায় গুলশান-বনানী থেকে আগতরা জানিয়েছেন, পুরান ঢাকার বিউটি লাচ্ছি খুবই জনপ্রিয়। কিন্তু যানজট ঠেলে পুরান ঢাকায় আসা-যাওয়া অনেকের পক্ষে কঠিন। এছাড়াও যাতায়াত খরচ তো আছেই। পুরান ঢাকার সেই লাচ্ছি হাতের নাগালে এনেছে ফুডি।

Un
ইফতারের নানা পদ পাওয়া যাচ্ছে এই মেলায়।

মেলায় বিরিয়ানি বাজার, বিউটি লাচ্ছি, ক্যাপ্টেইন ওয়ার্ল্ড, ডিসেন্ট, পিজ্জা অ্যান্ড মোর, ক্রোসটা, ট্রাই স্ট্রেট ইটারি, আজনাবিজ, খিচুড়ি বাড়িসহ ৩০টি স্টল বসেছে। প্রতিটি স্টলেই ক্রেতার ভিড় দেখা যায়।

ফুডির চিফ অপারেটিং অফিসার শাহনেওয়াজ মান্নান ঢাকা মেইলকে বলেন, ইফতার ও সাহরির মেলায় আমরা বিপুল সাড়া পাচ্ছি। প্রতিদিন আমাদের আয়োজনে প্রচুর লোকজন আসছেন। মেলায় এক ছাতার নিচে এত খাবারের আয়োজন একসঙ্গে পেয়ে ক্রেতারাও খুশি। অনেক ক্রেতাই রমজানে ইফতারে ও সাহরিতে নানা খাবার খেতে চান। সারাদিন রোজা রেখে ইফতারে অনেকের অনেক কিছু খেতে মন চায়। কিন্তু দেখা যায়, নগরীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন খাবারের দোকান থাকায় একসঙ্গে পাওয়া কঠিন হয়। আর সেই কঠিন কাজটিকেই সহজ করেছে ফুডি। এক ছাতার নিচে একই সময়ে ৩০টি স্টলে ভিন্ন ভিন্ন আইটেমের খাবারের সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

এমআইকে/এফএ