images

জাতীয়

কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ অপসারণ, দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ ২০২৫, ০৫:৪০ পিএম

images

ঢাকার কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ অপসারণের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সোমবার (১৭ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার দুটি স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা করা হয়েছে।

অভিযানে আব্দুল হাই এন্টারপ্রাইজ নামক একটি তার কারখানায় অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় তাদের দুটি তাপাই ভাট্টির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে করে ১১ হাজার সিএফটি গ্যাস সাশ্রয় হবে।

এছাড়া মদিনা ইনসুলেটিং বোর্ড মিলে (কাগজ অনুযায়ী) অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় তাদের দুটি আয়তাকার ভাট্টির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ৯ হাজার ৪০০ সিএফটি গ্যাস সাশ্রয় হবে।

অভিযান পরিচালনাকালে ২ ইঞ্চি ব্যাসের ৩০০ ফুট পাইপ, দুটি ব্লোয়ার ও দুটি নিয়ন্ত্রণ বল ভালবের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় অবৈধ কারখানাসমূহের বিতরণ লাইনে স্থাপিত দুটি ভালভ অপসারণ করে উৎস লাইনসমূহ কিল করা হয়েছে।

অবৈধ গ্যাস সংযোগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে দুটি মামলায় সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিতাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নের নিয়মিত অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

এমআর/এফএ