নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ ২০২৫, ১০:০৩ এএম
অর্গানাইজেশন অব ইসলামি কোঅপারেশন (ওআইসি) ভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের সাথে আজ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠকে বসবে ইসি।
ইসি জানায়, ১৭ মার্চ বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে অর্গানাইজেশন অব ইসলামি কোঅপারেশন (ওআইসি) ভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের ভোটার কার্যক্রম ও প্রবাসীদের অনলাইন ভোটিং নিয়েও সহায়তা চাইবে কমিশন।
যে অর্গানাইজেশন অব ইসলামি কোঅপারেশন (ওআইসি) ভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে; আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।
এর আগে যুক্তরাজ্য, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেছে ইসি। নির্বাচন যত ঘনিয়ে আসবে এই আলোচনা আরও বাড়তে পারে।
এমএইচএইচ/এএস