নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৫, ০৪:১৩ পিএম
দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছেন রাজধানীর প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ২৬তম দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি থেকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্যরা এই দাবি জানান।
‘দে দে বিষ দে, না দিলে ভাত দে’, ‘এক দেশে দুই নীতি, মানি না মানব না’, ‘আমাদের দাবি আমাদের দাবি, জাতীয়করণ জাতীয়করণ’ এমন স্লোগানে অবস্থান কর্মসূচি মুখর রেখেছেন শিক্ষকেরা।
অবস্থান কর্মসূচিতে কনিকা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমান বলেন, 'আমরা আর কতদিন অভুক্ত অবস্থায় থাকব। দিনের পর দিন বাচ্চাদের পাঠদান করে যাচ্ছি কিন্তু আমরা কোনো সুযোগ-সুবিধা পাচ্ছি না। বর্তমানে সংসার চালানো দায় হয়ে পড়েছে। তাই দ্রুত আমাদের জন্য সরকার একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে এটা আশা করি।
নেত্রকোণার উত্তর বাইরাঘোরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেকজন শিক্ষক বলেন, আমরা গত ১ যুগের বেশি সময় ধরে বঞ্চিত হচ্ছি। একটু সুখের দিন দেখব বলে বাচ্চাদের পড়িয়ে আসছি। কিন্তু সেই আলোর দিন আর আসছে না।
বরিশাল থেকে এসেছেন আহমেদ মোল্লা নামের একজন শিক্ষক। তিনি বলেন, বছরের পর বছর ধরে বাচ্চাদের পড়াই। স্কুলের অবস্থাও ভালো। কিন্তু আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণ হয়নি। যার ফলে আমরা সরকারি কোনো সুযোগ-সুবিধা পাই না। আমরা অবিলম্বে জাতীয়করণ চাই।
দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১ হাজার শিক্ষক লাগাতার এই অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।
ইএ